ঢাকামঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

মানুষ কারও কাছে হেরে যেতে পারে না …

ডা. সুশান্ত বড়ুুয়া
জুলাই ২৫, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ । ৫৯৯ জন

করোনা ভাইরাস ছিলো অদৃশ্য শত্রু। ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা দৃশ্যমান শত্রু। যেখানে মাত্র বছর তিনেক আগের এই ভাইরাসকে ঠেকানোর কৌশল আবিস্কার করেছে অতি দ্রুত গতিতে। সেখানে এই দৃশ্যমান এডিস মশা সম্পর্কে এতোকিছু জানার পরও, এতো দেশি অভিজ্ঞতার পরও আমরা হেরে যাবো? ডেঙ্গু ভাইরাস প্রিয় সোনামণি, প্রিয় শিক্ষক, প্রিয় চিকিৎসককে চিরতরে নিয়ে যাবে?

এই দৃশ্য দেখেও আমাদের কর্তারা নীরবে কেবল ডায়ালগ বা বাণী ছুড়ে যাবেন? পাশের কোলকাতা নগরী যদি ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারে, আমরা কেনো পারবো না? এই প্রশ্ন যদি আমাদের সিটি করপোরেশনের কতৃপক্ষ একটু ভাবতেন …

গত ২২ জুলাই প্রথম আলো বিস্তারিত প্রতিবেদন ছেপেছে, ৫ম পৃষ্ঠায়। এটিতে কোলকাতা মিউনিসিপ্যাল এর ডেপুটি মেয়র অতীন ঘোষ, এবং চীপ ভেক্টর কন্ট্রোল কর্মকর্তা দেবাশীষ বিশ্বাসের পরামর্শ ও বিবৃত আছে।

দুঃখজনক হলো চট্টগ্রাম সিটি করপোরেশনে এতো বলার পরও একজন ভেক্টর কন্ট্রোল কর্মকর্তা বা মশক নিয়ন্ত্রণ কর্মকর্ ই নিয়োগ দেয়নি। আর ঢাকা সিটি কর্পোরেশনগুলোয় এই পদে ২ জন লোক থাকলেও তারা ব্যর্থ। এই দুঃখ রাখি কোথায় …।