ঢাকামঙ্গলবার , ৩ জুন ২০২৫

জশাহীতে নতুন করে ৯ জনের করোনা শনাক্ত, ৭ জনই চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক
জুন ৩, ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ণ । ৫২ জন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৫টি নমুনা পরীক্ষার মধ্যে ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ৭ জন চিকিৎসক বলে ধারণা করছেন রামেক অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম।

সোমবার (২ জুন) রামেকের মাইক্রোবায়োলজি বিভাগের পরীক্ষায় নমুনাগুলোর ৬০ শতাংশেই কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যায়। অধ্যাপক ফয়সল আলম জানান, “আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসক। তারা হালকা জ্বর, সর্দি, কাশি নিয়ে এসেছেন। উপসর্গগুলো মারাত্মক না হলেও দুর্বলতা রয়েছে এবং সুস্থ হতে সময় লাগছে।”

তিনি আরও বলেন, “যদিও এখনই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবুও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। বিশেষ করে বয়স্ক, ডায়াবেটিস বা অন্য জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ৬০ বছরের বেশি বয়সী ও উপসর্গযুক্তদের করোনা পরীক্ষা করা উচিত।”

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস জানান, বর্তমানে হাসপাতালে একজন করোনায় আক্রান্ত রোগী ভর্তি আছেন। বাকিরা হয়তো উপসর্গ কম থাকায় চিকিৎসার প্রয়োজন মনে করছেন না। তিনি জানান, ভর্তি রোগীর চিকিৎসা নিয়ম মেনেই চলছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকদের সংক্রমণ প্রমাণ করে, হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।