ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫
  • অন্যান্য

একসঙ্গে করোনা ও ডেঙ্গুর প্রকোপ, চাপ বাড়ছে স্বাস্থ্যখাতে

নিজস্ব প্রতিবেদক
জুন ১৯, ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ । ৫৮ জন

বাংলাদেশে বর্ষা মৌসুমে ডেঙ্গু সংক্রমণ নতুন নয়, কিন্তু এবার একই সময়ে করোনাভাইরাসেরও নতুন করে প্রকোপ দেখা দেওয়ায় দেশের স্বাস্থ্যখাত এক ধরনের চাপে পড়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুর সংক্রমণ উল্লেখযোগ্য হারে বাড়ছে এবং মৃত্যুর ঘটনাও ঘটছে। অন্যদিকে, করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় বাড়ছে পরীক্ষা ও চিকিৎসার চাপ।

একদিকে ডেঙ্গু, অন্যদিকে করোনা—চাপ বাড়ছে হাসপাতালগুলোতে
ডেঙ্গুর মৌসুমি প্রকোপের সঙ্গে নতুন করে করোনার সংক্রমণ একসাথে দেখা দেওয়ায় দেশের হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে রোগী সামলানোয় বাড়ছে চাপ। ইতোমধ্যেই যশোর জেনারেল হাসপাতালসহ কয়েকটি স্থানে করোনা আক্রান্ত রোগীদের মৃত্যুর খবরও এসেছে। এ অবস্থায় চিকিৎসা সুবিধা, টেস্ট কিট, আইসিইউ শয্যা ও টিকার মজুত নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

টিকা ও কিট সংকটে প্রস্তুতি প্রশ্নবিদ্ধ
বর্তমানে দেশের হাতে থাকা ৩২ লাখ করোনা টিকার মজুত পুরনো এবং নতুন ভ্যারিয়েন্টের জন্য কার্যকর নয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন টিকা এখনো দেশে আসেনি, এমনকি টিকা কমিটিও গঠিত হয়নি। করোনা পরীক্ষার কিটও সীমিত পরিমাণে থাকায় রোগী শনাক্তে দেরি হচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মত
বিশেষজ্ঞরা বলছেন, দুই রোগ একসাথে ছড়ালে স্বাস্থ্যখাতের উপর ব্যাপক চাপ পড়ে। এ অবস্থায় আগেভাগে প্রস্তুতি না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। তাদের মতে, দুই রোগের লক্ষণ প্রায় একই হওয়ায় সঠিকভাবে রোগ নির্ণয় ও চিকিৎসা দিতে না পারলে মৃত্যুহার বাড়ার আশঙ্কা রয়েছে।

জনগণের দায়িত্বশীল আচরণ জরুরি
সরকারি প্রস্তুতির পাশাপাশি বিশেষজ্ঞরা জনগণকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। নিয়মিত মাস্ক পরা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, বাড়ির আশপাশে জমে থাকা পানি সরিয়ে দেওয়া এবং সামান্য উপসর্গ দেখা দিলেই দ্রুত পরীক্ষা করানো—এসব অভ্যাস গড়ে তুলতে আহ্বান জানানো হয়েছে।

করোনা ও ডেঙ্গু—দুই মহামারির সমান্তরাল চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের প্রস্তুতি, হাসপাতালের সক্ষমতা ও জনগণের সচেতনতা—তিনটিই এখন সময়ের সবচেয়ে বড় দাবি। এখনই সমন্বিত পদক্ষেপ না নিলে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।