ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

উৎপাদন ও রফতানি বৃদ্ধিতে মৎস্য খাতের নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ । ১১৫ জন

দেশে উন্নত প্রযুক্তির মাধ্যমে মাছের উৎপাদন ও রফতানি বাড়াতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিস ফাউন্ডেশন (বিএসএফএফ) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তি সই হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক প্রফেসর ড. মো. ছগীর আহমেদ এবং বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিস ফাউন্ডেশনের পক্ষে সংস্থাটির চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক চুক্তিতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে এনআইবির বিদ্যমান সুযোগ-সুবিধা ও প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশে শ্রিম্প অ্যাকুয়াকালচার, হাইব্রিড মাছসহ রফতানিমুখী বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে হবে। সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার মতো দেশগুলোতে উন্নত প্রযুক্তিতে তেলাপিয়াসহ প্রোটিন ও পুষ্টি সম্পন্ন অন্যান্য মাছ চাষের মাধ্যমে কম দামে পুষ্টিসম্পন্ন ও আন্তর্জাতিক মানের মাছ উৎপাদন করা হয়। একই পদ্ধতি ও তাদের প্রযুক্তি প্রয়োগ করে বাংলাদেশেও উন্নতমানের মাছ উৎপাদন ও রফতানি করার পথ উন্মুক্ত হবে।

এ উদ্যোগকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অন্যতম উদ্যোগ “Research to Market” এর অংশ হিসেবে দেখা হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও যৌথ উদ্যোগের মাধ্যমে প্রযুক্তি ও অংশীদারিত্ব ও সম্পদের Sharing এর মাধ্যমে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।