ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

অবশেষে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের অধ্যাদেশ অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৪, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ । ৬১২ জন

তামাক ব্যবহার ক্যান্সারসহ বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম প্রধান কারণ। বাংলাদেশে তামাকজনিত রোগে প্রতিবছর এক লক্ষ ৩০ হাজারেরও বেশি মানুষের অকাল মৃত্যু ঘটে। তামাকের ক্ষতিকর প্রভাব কমাতে বিদ্যমান ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ আরও শক্তিশালী করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রস্তাবিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ আজ অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, অধ্যাদেশ জারির জন্য অবিলম্বে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং গ্রহণ করা হবে।

অনুমোদিত অধ্যাদেশের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো-

১. ই-সিগারেট, ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ENDS) ও হিটেড টোব্যাকো প্রডাক্ট (HTP)সহ নতুন ধরনের তামাকজাত দ্রব্যের ব্যবহার, উৎপাদন ও বিপণন নিষিদ্ধ।

২. নিকোটিন পাউচকে ‘তামাকজাত দ্রব্য’-এর সংজ্ঞার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

৩. পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণে ধূমপানসহ সব ধরনের তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

৪. ধূমপানের জন্য নির্ধারিত স্থান (Designated Smoking Area-DSA) রাখার বিধান সরকারের নির্দেশনার শর্তাধীন।

৫. পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণের সংজ্ঞা ও অধিক্ষেত্র সম্প্রসারণ।

৬. বিক্রয়স্থল ও ইন্টারনেটসহ যেকোনো মাধ্যমে তামাকজাত দ্রব্যের সব ধরনের বিজ্ঞাপন, প্রচার ও প্রদর্শন নিষিদ্ধ।

৭. তামাকজাত দ্রব্যের প্যাকেটে স্বাস্থ্য সতর্কবাণীর আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা হয়েছে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা মনে করছেন, অধ্যাদেশটি কার্যকর হলে তামাক ব্যবহার হ্রাস পাবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।