ঢাকাবুধবার , ১৮ জুন ২০২৫
  • অন্যান্য

ইরানে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি কূটনীতিকের বাসা

নিজস্ব প্রতিবেদক
জুন ১৮, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ । ৬৮ জন

ইসরায়েলি ড্রোন হামলায় ইরানের রাজধানী তেহরানে বাংলাদেশি কূটনীতিকদের বাসভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (১৬ জুন) তেহরানের জর্ডান এলাকার ৩ নম্বর জেলায় এ হামলা চালানো হয়, যেখানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বসবাস করতেন। বিবিসি বাংলার বরাতে এ তথ্য জানা গেছে।

হামলার সময় বাসায় না থাকলেও দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ ইসলাম জানান, তার বাসা সম্পূর্ণ গুঁড়িয়ে গেছে। তিনি বলেন, “আমাদের আশপাশে এখন আর কিছুই নেই। কেবল কূটনীতিকদের কয়েকটি বাড়ি টিকে আছে, কিন্তু চারদিকে ধ্বংসস্তূপ।”

হামলার পূর্বাভাস পেয়ে বাংলাদেশ দূতাবাস থেকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল জর্ডান এলাকা ত্যাগের। এরপর কর্মকর্তা-কর্মচারীরা শহরের অন্যত্র নিরাপদ স্থানে সরে যান। বর্তমানে দূতাবাসের ৪০ জন কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যসহ তেহরানে অবস্থানরত প্রায় ৪০০ বাংলাদেশিকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, “প্রবাসীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি দীর্ঘমেয়াদি হলে অনেকের কাজ হারানোর আশঙ্কা রয়েছে।”

তিনি আরও বলেন, “তেহরান থেকে যতটা নিরাপদ দূরত্বে থাকা যায়, সেদিকেই বাংলাদেশিদের অবস্থান নিতে বলা হয়েছে। তবে ইরান ত্যাগ বা অর্থ পাঠানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না।”

বিবিসি বাংলার খবরে আরও বলা হয়েছে, প্রায় ২০ জন বাংলাদেশি চিকিৎসার উদ্দেশ্যে (বিশেষত কিডনি প্রতিস্থাপন) ইরানে গিয়েছিলেন। যুদ্ধ শুরু হলে তাঁরা বিভিন্ন হাসপাতালে আশ্রয় নেন। এছাড়া, বেড়াতে যাওয়া অনেক বাংলাদেশিও ইরানে আটকে পড়েছেন।

ওয়ালিদ ইসলাম জানান, “আমরা তাঁদের অবস্থান নিরূপণ করে যথাসম্ভব সহায়তা দিচ্ছি।”

ইসরায়েলি হামলার পর তেহরানের বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের শব্দে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দলে দলে শহর ছাড়ার চেষ্টা করছেন। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল-ইরান সংঘাত তীব্রতর হলে কূটনৈতিক ও আন্তর্জাতিক নিরাপত্তা সংকট আরও বাড়তে পারে।