ঢাকাবৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

অবৈধ সিন্ডিকেট ভাঙ্গা এবং পৃথক ভোক্তা মন্ত্রণালয় গঠনের দাবি মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ । ৩৭৯ জন

অবৈধ সিন্ডিকেট ভাঙ্গা এবং পৃথক ভোক্তা মন্ত্রণালয় গঠনের দাবিতে একটি প্রতিবাদ র‍্যালি ও মানববন্ধনের আয়োজন করবে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আগামী শনিবার, ০৪ নভেম্বর ২০২৩ সকাল ৭ টায় রাজধানী উত্তরা ১৩ সেক্টরের কেন্দ্রীয় পার্ক (বট তলা) এ র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হবে।

র‍্যালি ও মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব শরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেব উপস্থিত থাকবেন ১৩ নং সেক্টর ওয়েল ফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুমতাজুল
করিম।

উক্ত র‍্যালি ও মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক ও
ক্যাব ঢাকা জেলা কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম শামস এ খান, ক্যাব উত্তরা শাখা কমিটির সভাপতি
জনাব শাহিনা সুলতানা (পপি), ক্যাব উত্তরা শাখা কমিটির সাধারণ সম্পাদক জনাব স্বপন দেবনাথ। উক্ত র‍্যালি ও মানববন্ধনে সভাপতিত্ব করবেন ক্যাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া।