ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

রোগ প্রতিরোধে জোর না দিলে হাসপাতাল বানিয়েও সংকট কাটবে না: স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৪, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ণ । ৩৭ জন

দেশে স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে রোগ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেছেন, চিকিৎসা অবকাঠামো যতই সম্প্রসারণ করা হোক না কেন, রোগ প্রতিরোধে জোর না দিলে সংকট কাটানো সম্ভব নয়। এ লক্ষ্যে চিকিৎসক, নার্স ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শনিবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রামের কাট্টলীতে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট ভবন নির্মাণের শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এখনো অনেক জায়গায় পিছিয়ে আছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী যে অবস্থানে পৌঁছানোর কথা ছিল, আমরা সেখান থেকে পিছিয়ে রয়েছি। এই অবস্থান থেকে উত্তরণে দল-মত নির্বিশেষে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, শুধুমাত্র হাসপাতাল ও চিকিৎসা অবকাঠামো বাড়ালেই সমস্যার সমাধান হবে না। মানুষকে সুস্থ রাখতে হলে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর জোর দিতে হবে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি এম এ সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সহ-সভাপতি এস এম আবু তৈয়ব এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ।

এর আগে স্বাস্থ্য উপদেষ্টা চট্টগ্রাম নগরীর লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল ও চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেন এবং সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।