ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকাহত পাবলিক হেলথ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩০, ২০২৫ ২:২১ অপরাহ্ণ । ২৪ জন

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি।

রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের ভূমিকা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। দেশের গণতান্ত্রিক আন্দোলন, রাজনৈতিক বহুত্ববাদ এবং রাষ্ট্রীয় পরিসরে নারীর অংশগ্রহণে তিনি ছিলেন এক প্রভাবশালী ব্যক্তিত্ব।

পাবলিক হেলথের পক্ষ থেকে আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও অসংখ্য অনুসারীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এই শোকের সময়ে আমরা তাঁর অবদান স্মরণ করছি এবং জাতির জীবনে এই ক্ষতির জন্য গভীরভাবে শোকাহত।

— পাবলিক হেলথ