ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

পঞ্চগড়ে টানা পাঁচদিন মৃদু শৈত্যপ্রবাহ, বিপাকে জনজীবন

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৫, ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ণ । ৩২ জন

হিমালয়ের নিকটবর্তী অবস্থানের কারণে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় টানা পাঁচদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। এতে তীব্র শীতে জবুথবু হয়ে পড়েছেন জেলার সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নআয়ের জনগোষ্ঠী।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। আগের দিন রোববার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যদিও রাতের তাপমাত্রা কমেছে, তবে দিনের তাপমাত্রা কিছুটা বেড়ে সর্বোচ্চ ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

গত কয়েক দিন ধরে পঞ্চগড় ও আশপাশের জেলাগুলোতে হিমালয়ের হিমেল বাতাসের প্রভাবে শীতের প্রকোপ অব্যাহত রয়েছে। সকালবেলা ঝলমলে রোদ দেখা গেলেও তেমন উত্তাপ মিলছে না। রাত ও ভোরের কনকনে ঠান্ডায় গ্রাম-গঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করতে বাধ্য হচ্ছেন। হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও নিম্নআয়ের মানুষরা।

শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে জেলার হাসপাতালগুলোতেও বেড়েছে শীতজনিত রোগীর চাপ। প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত রোগীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, হিমালয়ের কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়া ও আশপাশের এলাকায় গত পাঁচদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।