ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

নববর্ষ উদযাপনে আতশবাজি ও পটকা পরিহারের আহ্বান অন্তর্বর্তী সরকারের

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩১, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ । ৪১ জন

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। দিন পেরোলেই শুরু হবে ইংরেজি নতুন বছর ২০২৬। নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে আতশবাজি, ফানুস ও পটকা ফোটানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই অনুরোধ জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজি নববর্ষ উপলক্ষে আতশবাজি ফোটানো, ফানুস ওড়ানো এবং পটকা ব্যবহারের ফলে বায়ুদূষণ ও শব্দদূষণ বাড়ে। পাশাপাশি এতে অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হয় এবং পাখিসহ প্রাণিজগতের ক্ষতি ঘটে। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় এসব কার্যক্রম পরিহার করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, আজ বুধবার রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই বিদায় নেবে পুরোনো বছর এবং নতুন বছর ২০২৬-কে স্বাগত জানাবে বিশ্ববাসী। নতুন বছর উদযাপনে দেশ-বিদেশে নানা আয়োজন থাকলেও পরিবেশবান্ধব ও নিরাপদ উপায়ে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেছে সরকার।