কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় যৌথভাবে পরিচালিত এ অভিযানের বিষয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) গণমাধ্যমকে জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়-িমালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাটসংলগ্ন বিচ এলাকায় বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশু অবস্থান করছে। খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও পুলিশ যৌথ অভিযান চালায় এবং মোট ২৮ জনকে জীবিত উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা জানান, সংগবদ্ধ মানব পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবন, ভালো বেতনের চাকরি এবং কম খরচে মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে পাচারের প্রস্তুতি নিচ্ছিল। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানায়, পাচারকারীদের শনাক্ত ও আটক করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং মানব পাচার রোধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


