ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ, একদিনে তাপমাত্রা কমেছে ৪.৩ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩১, ২০২৫ ১২:৪০ অপরাহ্ণ । ২০ জন

চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। হিমশীতল বাতাস, ঘন কুয়াশা ও মেঘাচ্ছন্ন আকাশের কারণে জেলাজুড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে জেলার সর্বনিম্ন। এর আগে মঙ্গলবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

জানা গেছে, উত্তরের হিমশীতল বাতাস ও ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। দৃষ্টিসীমা কমে যাওয়ায় সড়কে মানুষের চলাচলও কম দেখা গেছে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ।

সরেজমিনে দেখা গেছে, তীব্র শীত থেকে বাঁচতে অনেকেই খরকুটো ও শুকনো পাতা জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন। দিনের বেলাতেও কনকনে ঠান্ডা অনুভূত হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা জামিনুর রহমান জানান, একদিনের ব্যবধানে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় শৈত্যপ্রবাহের প্রভাব অনুভূত হচ্ছে। তিনি বলেন, “গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে এবং বাতাসের তীব্রতার কারণে শীত আরও বেশি লাগছে। সামনে তাপমাত্রা আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।”

এদিকে, শীতের তীব্রতা আরও বাড়তে পারেএমন পূর্বাভাসে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।