নর্ডিক ফোরাম অব বাংলাদেশী অ্যাকাডেমিশিয়ানস অ্যান্ড রিসার্চার্স (এনএফ-বিএআর) এবং কারোলিন্সকা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে “বাংলাদেশের স্বাস্থ্য খাত সংস্কার : নীতিমালা, বাস্তবায়ন ও আন্তর্জাতিক সহযোগিতার সেতুবন্ধন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) সুইডেনের স্টকহোমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বাংলাদেশের স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সুপারিশসমূহ নিয়ে আলোচনার মাধ্যমে সেমিনারটি গবেষণা-ভিত্তিক প্রমাণ, দেশের বর্তমান স্বাস্থ্যব্যবস্থার চাহিদা এবং বিশেষ করে নর্ডিক দেশের সাথে আন্তর্জাতিক সহযোগিতার সুযোগসমূহ চিহ্নিত করার উপর গুরুত্বারোপ করে। এতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, একাডেমিক এবং উন্নয়ন খাতের পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক ক্লস রেইনবেরি। প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক এবং কারোলিন্সকা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক বিরিয়ার ফোসবেরি। সেমিনারটি সঞ্চালনা করেন ড. হাবিব সাকিল।
বাংলাদেশ স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ও আইসিডিডিআর,বি-এর সায়েন্টিস্ট ড. এহসানুর রহমান সেমিনারে সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশসমূহের সারসংক্ষেপ তুলে ধরেন।
নর্ডিক অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পক্ষেত্রে কর্মরত বিশেষজ্ঞ হিসেবে সেমিনারে বক্তব্য উপস্থাপন করেন ড. সৈয়দ মোশফিকুর রহমান, ড. গাজী মহিউদ্দিন, ড. সেতারা বেগম, ড. হাসানুজ্জামান ভূঁইয়া, ড. রাসেল আল-আমিন, অধ্যাপক জাহাঙ্গীর খান এবং অধ্যাপক গাজী সালাহ উদ্দিন।
সেমিনারে বক্তারা পরিবেশগত স্বাস্থ্য, ওষুধ ও ফার্মাসিউটিক্যালস, ডায়াগনস্টিক সেবা, স্বাস্থ্য মানবসম্পদ এবং স্বাস্থ্যখাতে অর্থায়ন সম্পর্কে গবেষণা-নির্ভর প্রমাণ ও বিশ্লেষণ উপস্থাপন করেন। পাশাপাশি এসব বিষয়ে বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে নর্ডিক দেশের বিশেষ করে সুইডেনের সেরা অনুশীলনের তুলনামূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।
সেমিনারে উপস্থিত ছিলেন সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিসেস ওয়াহিদা আহমেদ। তিনি এনএফ-বিএআর এবং নর্ডিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাত উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
আলোচনার পর্যালোচনায় অধ্যাপক ড. রুমানা হক এবং ড. বিরিয়ার ফোসবেরি বাংলাদেশের স্বাস্থ্য খাতের ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তা এবং অব্যাহত একাডেমিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারে সমাপনী বক্তব্য দেন অধ্যাপক ক্লস রেইনবেরি। এসময় তিনি গবেষণা, নীতি সংলাপ এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার টেকসই উন্নয়নে সকলের যৌথ প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।


