ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  • অন্যান্য

দেশে ই-সিগারেট উৎপাদন ও কারখানা স্থাপনের অনুমতি প্রদান না করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ । ৭০০ জন

দেশে ই-সিগারেট/ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম যন্ত্র ও সংশ্লিষ্ট অন্যান্য পণ্য উৎপাদনের কোনো কারখানা স্থাপনের অনুমতি প্রদান না করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক ড. আহমেদ উল্লাহ এফসিএমএ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়েছে। এক্ষেত্রে চিঠিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানকে প্রয়োজনীয় পদক্ষেপ অনুরোধ জানানো হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের চিঠির পরিপ্রেক্ষিতে গত ১৮ মে ২০২৫ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ চিঠি ইস্যু করা হয়েছে।

বর্তমানে বাংলাদেশে সবধরনের ই-সিগারেট ও ই-সিগারেটের যন্ত্রপাতি আমদানি নিষিদ্ধ রয়েছে। ফলে দেশেও ই-সিগারেট উৎপাদন ও বিপণন নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছিলো তামাক বিরোধী জোট।

বিশ্বে ইতোমধ্যো যুক্তরাষ্ট্র, ভারত, হংকংসহ ৪০টির বেশি দেশ ই-সিগারেট নিষিদ্ধ করেছে।