ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

গ্রিসের ক্রিট উপকূলে বাংলাদেশিসহ প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৪, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ । ৬৪ জন

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে পৃথক দুই অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড ও উদ্ধারকারী সংস্থা। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের চেষ্টা করার সময় এসব নৌকা বিপদের মুখে পড়েছিল।

গ্রিক কোস্টগার্ড জানায়, অতিরিক্ত যাত্রীবোঝাই ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা একাধিক নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে নারী ও শিশুসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। উদ্ধার শেষে সবাইকে নিকটস্থ নিরাপদ বন্দরে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃত অভিবাসনপ্রত্যাশীদের জাতীয়তা যাচাই করা হচ্ছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিবাসীদের পোস্ট অনুযায়ী, এই দুই নৌকায় অনেক বাংলাদেশি ছিলেন।

গ্রিক প্রশাসন সতর্ক করেছে, মানবপাচারকারী চক্রগুলো ভূমধ্যসাগরীয় রুট ব্যবহার করে অভিবাসনপ্রত্যাশীদের জীবন ঝুঁকিতে ফেলে ইউরোপে পাঠাচ্ছে। এই ঘটনায় পাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত আরও জোরদার করা হয়েছে।

সম্প্রতি গ্রিসে অভিবাসনপ্রত্যাশীদের চাপ বেড়ে যাওয়ায় উপকূলীয় এলাকায় নজরদারি ও উদ্ধার অভিযান আরও শক্তিশালী করা হয়েছে।