ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

চার দিনের কুয়াশা ও শীতের পর দিনাজপুরে ফিরেছে রোদ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩১, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ । ২১ জন

দিনাজপুরে টানা চার দিন ধরে ঘন কুয়াশা ও শীতল হাওয়ার দাপটের পর আজ সকালে ফুটেছে সূর্যের কোমল আলো। পূর্ব আকাশে রোদ ওঠার সঙ্গে সঙ্গে চারপাশে কিছুটা উষ্ণতা ছড়িয়ে পড়ে, যা কৃষক, খেটে খাওয়া মানুষসহ সাধারণ জনজীবনে স্বস্তি এনে দিয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।

গত কয়েক দিন ধরে তীব্র শীতে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। বিশেষ করে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের জন্য ভোরে কাজে বের হওয়া ছিল চরম কষ্টকর। তবে আজ সূর্যের আলোয় বাতাসও যেন কিছুটা সহনীয় হয়েছে, ফলে কাজকর্ম শুরু করাও তুলনামূলক সহজ হয়ে উঠেছে।

অটোচালক মোমেন ইসলাম বলেন, “টানা চার দিন কুয়াশা আর শীতে কাজ করা কঠিন হয়ে গিয়েছিল। আজ সূর্যের আলো দেখে মনে হলো জীবনটা আবার ফিরে এলো। এই রোদ শরীরের ক্লান্তি আর শীতের কষ্ট কিছুটা হলেও ভুলিয়ে দিল।”

রাজমিস্ত্রি মিজান বলেন, “প্রতিদিন সকালে কাজে বের হতে হয়। কয়েক দিন ধরে এমন ঠান্ডা ছিল যে হাত-পা জমে যাচ্ছিল, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আজ কয়েক দিন পর সূর্যের মুখ দেখলাম, হালকা উষ্ণতা অনুভব করতে পারছি।”

কৃষক দেবেন দাশ জানান, কয়েক দিন সূর্যের দেখা না মেলায় বোরো ধানের বীজতলায় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল। তবে আজ রোদ ওঠায় সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, বুধবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। তিনি বলেন, শীতের প্রভাব থাকলেও আপাতত সূর্যের দেখা মিলতে পারে, যা জনজীবনে কিছুটা স্বস্তি দেবে।