ঢাকাবৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব ‘শুভ বড়দিন’

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৫, ২০২৫ ১১:১১ পূর্বাহ্ণ । ৫৮ জন

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এই দিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।

খ্রিস্টান সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী, সৃষ্টি-কর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই যিশুখ্রিস্টের পৃথিবীতে আগমন ঘটে। শান্তি, ভালোবাসা, ক্ষমা ও মানবসেবার বার্তাই ছিল তার জীবনের মূল দর্শন।

বড়দিন উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশের গির্জাগুলোকে নতুন সাজে সাজানো হয়েছে। বুধবার সন্ধ্যা থেকেই বিভিন্ন গির্জা ও তারকা হোটেলে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। অনেক স্থানে বসানো হয়েছে ক্রিসমাস ট্রি ও শান্তাক্লজের প্রতিকৃতি।

বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণীতে খ্রিস্টান ধর্মাবলম্বীসহ সবার শান্তি ও কল্যাণ কামনা করেছেন।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, মহামতি যিশুখ্রিস্ট ছিলেন মানবজাতির মুক্তির দূত ও আলোর দিশারী। শত প্রতিকূলতার মাঝেও তিনি শান্তি, সত্য ও ন্যায়ের বাণী প্রচার করে গেছেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে রাষ্ট্রপতি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তাঁর বাণীতে বলেন, যিশুখ্রিস্ট পৃথিবীতে শান্তি, ন্যায় ও মানবমুক্তির বার্তা নিয়ে আগমন করেছিলেন। তিনি আজীবন অবহেলিত, বিপন্ন ও অনাহারক্লিষ্ট মানুষের সেবায় নিবেদিত ছিলেন। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে মানবতা ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এদিকে বড়দিন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশসহ সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি খ্রিস্টান সম্প্রদায়ের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

বড়দিন উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দিনটি ঘিরে অনেক খ্রিস্টান পরিবারে কেকসহ বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে ধর্মীয় গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়িতে গেছেন। রাজধানীর তারকা হোটেলগুলোতেও বড়দিন উপলক্ষে বিশেষ আয়োজন ও আলোকসজ্জা দেখা গেছে।