ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

টানা ছয়দিন শীতের দাপট, পঞ্চগড়ে জনজীবনে স্থবিরতা

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৬, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ । ২৬ জন

হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার কাছাকাছি অবস্থানের কারণে কনকনে শীতে কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়। টানা ছয়দিন ধরে জেলার তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করায় শীতের প্রকোপ বেড়েছে। তীব্র শীতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষগুলো।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ। এর আগের দিন একই সময়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.০ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েকদিন ধরে পঞ্চগড়সহ আশপাশের জেলাগুলোতে হিমালয়ের হিমেল বাতাসের প্রভাব অব্যাহত রয়েছে। সকাল বেলা ঝলমলে রোদের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। রাত ও ভোরে শীতের তীব্রতায় গ্রাম-গঞ্জের মানুষ গরম কাপড় পরে ঘর থেকে বের হচ্ছেন। দিনের বেলা রোদের উপস্থিতি থাকলেও শীতের তীব্রতা কমছে না।

হঠাৎ করে শীতের প্রকোপ বাড়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অনেকেই প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে কষ্টে দিন কাটাচ্ছেন।

এদিকে, শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোর বহির্বিভাগে শীতজনিত রোগীর ভিড় বাড়ছে। প্রতিদিনই হাসপাতালে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগের দিন ছিল ৯.০ ডিগ্রি সেলসিয়াস। এ কারণে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।