ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

সুনামগঞ্জে ১৩৭ হাওরের ফসল রক্ষায় ১০৩ কোটি টাকার বাঁধ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৫, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ । ২২ জন

সুনামগঞ্জে ১৩৭টি হাওরের বোরো ফসল রক্ষায় ১০৩ কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার কালনার হাওরে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া এই কাজের উদ্বোধন করেন।

পানি উন্নয়ন বোর্ডের কাবিটা প্রকল্পের আওতায় মোট ৫৯০ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ পরিচালিত হবে। কাজগুলো ৫১০টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে সম্পন্ন হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “হাওর এলাকায় পানি না কমার কারণে সব জায়গায় একযোগে কাজ শুরু করা সম্ভব হয় না। তবে যেখানে পানি আগে নেমে যাবে, সেখানেই কাজ শুরু করা হবে এবং দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।”