ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

দূষণ কমাতে নতুন উদ্যোগ

কলা গাছের আঁশ থেকে দেশের প্রযুক্তিতে এয়ার পিউরিফায়ার

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৩, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ । ৩৭ জন

যশোরের আম বটতলা গ্রামের কৃষক ও নারীদের সহযোগিতায় তৈরি হয়েছে একটি নতুন এয়ার পিউরিফায়ার, যা শহরের এয়ার পলিউশন কমাতে সাহায্য করবে। প্রজেক্টটির নাম “নিসর্গ নিঃশ্বাস”, এবং এর মূল উদ্ভাবক ঐশী ব্যানার্জি জানিয়েছেন, এটি কলা গাছের ছাল ও আঁশ থেকে তৈরি ফিটার পেপার ব্যবহার করে তৈরি করা হয়েছে।

প্রজেক্টের অন্যতম বিশেষত্ব হলো গ্রামের কমিউনিটির সরাসরি অংশগ্রহণ। প্রায় ১০ জন নারী ও ৫ জন পুরুষকে প্রশিক্ষণ দিয়ে শেখানো হয়েছে কিভাবে এই পিউরিফায়ার তৈরি করতে হয়। তারা এখন নিজ হাতে প্রোডাক্ট তৈরি ও বিতরণ করছেন। ইতিমধ্যেই প্রজেক্টের সঙ্গে যুক্ত পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে রয়েছে।

ঐশী ব্যানার্জি জানান, এই উদ্যোগের লক্ষ্য হলো গ্রামের দক্ষতা কাজে লাগিয়ে শহরের মানুষের স্বাস্থ্যের সমস্যা সমাধান করা, বিশেষ করে হাঁচি-কাশি এবং শ্বাসকষ্টের মতো এয়ার পলিউশনজনিত সমস্যা।

প্রজেক্টের পিউরিফায়ারের মূল্য রাখা হয়েছে ২,৫০০ টাকা, এবং ব্যবহারকারীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। প্রজেক্টটি মাত্র তিন মাসের হলেও ইতিমধ্যেই গ্রাহকরা এটি ব্যবহার করছেন এবং সন্তুষ্টি প্রকাশ করেছেন।

ঐশী আরও বলেন, “আমরা আশা করি, ফিটার পেপারের ব্যবহার আরও বাড়িয়ে এয়ার পিউরিফায়ারটি আরও কার্যকর ও টেকসই হবে, এবং শহরের মানুষের দৈনন্দিন জীবনে স্বচ্ছ বাতাস নিশ্চিত করতে সাহায্য করবে।”

বিশেষভাবে উল্লেখযোগ্য হলো, কলা গাছের আঁশ থেকে দেশীয় প্রযুক্তিতে এয়ার পিউরিফায়ার তৈরি করা সম্ভব। আঁশ থেকে ফাইবার বের করে প্রক্রিয়াজাত করা হলে তা বাতাসে ধূলিকণা শোষণের কাজে ব্যবহার করা যায়, যা প্রাকৃতিক ফিল্টার হিসেবে কাজ করবে। এর জন্য ফাইবার নিষ্কাশন (যেমন রোলিং ও শুকানো) এবং বিশেষ পদ্ধতিতে আঁশগুলোকে জমা করে এমন কাঠামো তৈরি করতে হবে যা বাতাস চলাচলের উপযোগী হয়। এটি সম্পূর্ণ স্থানীয় উপকরণ ও কৌশলে করা সম্ভব, তবে কার্যকারিতা বাড়াতে গবেষণা ও উন্নয়নের প্রয়োজন আছে।

এই প্রজেক্টটি প্রমাণ করছে, গ্রামের শ্রম ও প্রাকৃতিক উপকরণ মিলিয়ে শহরের পরিবেশগত সমস্যার সমাধান সম্ভব, যা একদিকে অর্থনৈতিক স্বাবলম্বিতা সৃষ্টি করছে, অন্যদিকে স্বাস্থ্যকর বাতাস নিশ্চিত করছে।