ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ নির্বাচনে প্রবাসী ভোটে নিবন্ধন প্রায় ৩ লাখ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১০, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ । ১৮ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য প্রায় ৩ লাখ প্রবাসী “পোস্টাল ভোট বিডি” অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ইসির ওয়েবসাইট থেকে জানা যায়, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২ লাখ ৯১ হাজার ৬৫২ জন প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আবেদনকারীদের মধ্যে ২ লাখ ৬৯ হাজার ৪১৭ জন পুরুষ এবং ২২ হাজার ৭৪৯ জন নারী ভোটার রয়েছেন।

ইসি কর্মকর্তা জানান, নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে গত ১৯ নভেম্বর থেকে এবং চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। তফসিল ঘোষণার দিন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মকর্তা, কর্মচারী ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম চলবে। তবে যারা ভোটের সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন, তাদের নিবন্ধন আরও কিছুদিন পরে শুরু হবে।

নিবন্ধন কার্যক্রমে অংশ নিচ্ছেন প্রবাসীরা এমন দেশগুলো থেকে, যেমন: দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র ইত্যাদি।

ইসি জানিয়েছে, নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠানো হবে। ভোটার ভোট প্রদান শেষে রিটার্নিং কর্মকর্তার কাছে খামে ফেরত পাঠাবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ১০ লাখ পোস্টাল ব্যালট ছাপানোর পরিকল্পনা রয়েছে। তবে সংস্থার লক্ষ্য আগামী নির্বাচনে মোট ৫০ লাখ প্রবাসী ভোটারকে ভোটে যুক্ত করা।