চট্টগ্রাম-কক্সবাজার রেলরুটে চলাচলকারী সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরীক্ষামূলকভাবে পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন সূচি আগামী ১০ আগস্ট থেকে কার্যকর হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস (৮২১) ট্রেনটি বর্তমানে সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে যায়। নতুন সময়সূচি অনুযায়ী, এটি চলবে ভোর ৫টা ৫০ মিনিটে। অন্যদিকে, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস (৮২২) ট্রেনটি এখন সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে যায়। নতুন সূচি অনুযায়ী, এটি ছেড়ে যাবে সকাল ১০টায়।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের উপপ্রধান পরিচালন কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরান সময়সূচি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। রেলওয়ের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, যাত্রীদের চাহিদা ও সময়ানুবর্তিতা রক্ষায় এই সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চট্টগ্রাম-কক্সবাজার রুটে বর্তমানে দুটি আন্তনগর ট্রেন চলাচল করে। এর বাইরে ঢাকা থেকে কক্সবাজারে চলে আরও দুটি আন্তনগর ট্রেন—‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’। গত বছরের ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কক্সবাজার রেললাইনে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।
সৈকত এক্সপ্রেস ট্রেনটি ষোলশহর, জানালী হাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু স্টেশনে থামবে। প্রবাল এক্সপ্রেস থামবে ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশনে।
স্থানীয় যাত্রীদের দাবি ও জনপ্রিয়তা বিবেচনায় সময়সূচি বদলে ট্রেন চলাচলকে আরও কার্যকর করতে চায় রেল কর্তৃপক্ষ। নতুন সূচি বাস্তবায়নের পর যাত্রীদের মতামত নিয়ে স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও রেলওয়ে সূত্র জানিয়েছে।


