দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ আরও বেড়েছে। বিশেষ করে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়, যেখানে পারদ নেমেছে ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াসে।
এ ছাড়া দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। নীলফামারীর ডিমলা ও নওগাঁর বদলগাছিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ০ ডিগ্রি। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি। একই সময়ে কুড়িগ্রামের রাজারহাটে তাপমাত্রা নেমে এসেছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।
ঘন কুয়াশা ও শীতল বাতাসের কারণে এসব এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকাল পর্যন্ত অনেক এলাকায় সূর্যের দেখা মিলছে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক ও খেটে খাওয়া মানুষ। শীত থেকে বাঁচতে অনেকে আগুন জ্বালিয়ে কিংবা বাড়তি গরম কাপড় ব্যবহার করছেন।
আবহাওয়া সংশ্লিষ্টরা জানান, আগামী কয়েকদিন শীতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।


