মালয়েশিয়ার জোহর রাজ্যে বিশেষ এক অভিযানে ৪৯ বিদেশি অভিবাসীকে আটক করেছে জোহর ইমিগ্রেশন বিভাগ। এদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন ৮ জন। অভিযানটি শনিবার (১৩ ডিসেম্বর) তামান জোহর জয়া এলাকার ১৬টি দোকানঘর এবং আবাসিক ভবনে পরিচালিত হয়।
জোহর ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস জানিয়েছেন, আটককৃতদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে। তাদের মধ্যে মালয়েশিয়ায় বৈধ ভ্রমণ নথি নেই এবং অনেকেই অনুমোদিত সময়ের বেশি সময় দেশে অবস্থান করছিলেন।
আটক ৪৯ জনের মধ্যে দেশের ভিত্তিতে বিভাজন: বাংলাদেশি ৮, মিয়ানমার ২৪, পাকিস্তান ১১, এবং ইন্দোনেশিয়ান ৬ জন। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মূলত দোকানঘর এবং আবাসস্থলগুলোতে বসবাস করে অবৈধভাবে কাজ করতে দেখা গেছে।
মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস আরও জানান, আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী অভিযোগ আনা হয়েছে। সকল আটককৃতকে পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোটে রাখা হয়েছে। তিনি জানান, রাজ্যকে অবৈধ অভিবাসীমুক্ত রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


