ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

ভৈরব বাজারে ঢাকা মেইল-২ লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৭, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ণ । ৭৪ জন

ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভৈরব বাজার জংশনের পর প্রায় ১৫০ মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি এর আগে রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়।

দায়িত্বশীল সূত্র জানায়, রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশন কেবিন থেকে ঢাকা মেইল-২ ট্রেনটিকে সামনে অগ্রসর হওয়ার অনুমতি দেওয়া হয়। কিছু দূর অগ্রসর হওয়ার পর ইঞ্জিনের পর চতুর্থ কোচের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ভৈরব বাজার জংশনের আপ ও ডাউন উভয় লাইন বন্ধ হয়ে যায়।

ঘটনার পরপরই ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে রাত ৩টা থেকে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে সূত্র জানায়, লাইনচ্যুত বগি সরানোর কাজ এখনও শুরু হয়নি। আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে পৌঁছানোর পর উদ্ধার কার্যক্রম শুরু হবে। উদ্ধার কাজ শেষ হলে ধাপে ধাপে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

এ ঘটনায় যাত্রীদের মধ্যে ভোগান্তি তৈরি হয়েছে। রেল কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে বলে জানিয়েছে।