ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

পেঁয়াজের বাজারে লাগাম টানতে বাড়ানো হলো আমদানি অনুমতি

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৫, ২০২৫ ১০:৪৪ পূর্বাহ্ণ । ২৪ জন

পেঁয়াজের বাজার সহনীয় ও স্থিতিশীল রাখতে আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর প্রতিদিন ৫৭৫টি করে মোট ১ হাজার ১৫০টি আমদানি অনুমতি (আইপি) ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি আইপির বিপরীতে আগের মতোই সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হবে।

রোববার (১৪ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমদানি অনুমতির জন্য আবেদনের শর্তাবলি আগের মতোই বহাল থাকবে। গত ১ আগস্ট থেকে যেসব আমদানিকারক আইপির জন্য আবেদন করেছেন, তারাই কেবল এই দুদিন পুনরায় আবেদন করার সুযোগ পাবেন। তবে একজন আমদানিকারক এই সুবিধা মাত্র একবারই গ্রহণ করতে পারবেন।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, দেশে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এর ফলে পেঁয়াজের বাজারে স্বস্তি ফিরবে।