ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

দুর্যোগে প্রথম সারিতে স্কাউট: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৬, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ । ১৯ জন

দেশের যেকোনো দুর্যোগে স্কাউট সদস্যরা সাধারণ মানুষের পাশে প্রথম সারিতে থাকে, মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। শনিবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় পর্যায়ের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ড. আবরার বলেন, “স্কাউটিং কেবল ব্যাজ অর্জনের প্রক্রিয়া নয়; এটি চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ, দলগত নেতৃত্ব ও দায়িত্ববোধ শেখার এক যুগান্তকারী প্রশিক্ষণ।” তিনি আরও উল্লেখ করেন, স্কাউটের বিস্তৃতি বাড়ানো দেশের জন্য আত্মনির্ভরশীল ও সেবামুখী নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ।

জুলাই আন্দোলনে শহীদ ও আহত স্কাউটদের ত্যাগ স্মরণ করে তিনি বলেন, “তাদের আত্মত্যাগ আমাদের নতুন দেশ গড়ার স্বপ্নকে শক্তি দিয়েছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরন্তন অনুপ্রেরণা।”

ড. আবরার আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের স্কাউটদের সাফল্য তুলে ধরে জানান, বিশ্বের ১৭৬টি স্কাউট দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ স্থানে অবস্থান করছে, যা দেশের জন্য গর্বের বিষয়। তিনি নারীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য স্কাউট নেতৃত্বকে ধন্যবাদ জানান।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত স্কাউটদের উদ্দেশে তিনি বলেন, “তোমরাই জাতির আগামী নেতৃত্ব। সততা, সাহস, দৃঢ়তা ও মানবিকতার মাধ্যমে নিজেদেরকে শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তুলবে-এটাই দেশের প্রত্যাশা।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মো. এহছানুল হক, এবং সভাপতিত্ব করেন সভাপতি নাসিমুল গনি।