ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের সুদৃশ্য জুকো উপত্যকায় দাবানল ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে ভারতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, গত শুক্রবার চার জন স্থানীয় ট্র্যাকার ট্রেকিং করতে গিয়ে উপত্যকার একটি এলাকায় তাঁবু খাটানোর সময় আগুন (ক্যাম্পফায়ার) জ্বালিয়ে অল্প অসাবধানতার কারণে আগুন ছড়িয়ে যায়।
ট্র্যাকাররা পানি আনতে বের হলে ফিরে এসে দেখেন আগুন উপত্যকার ১.৩ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। পরে তাদের উদ্ধার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা আগুন জ্বালানোর বিষয়টি স্বীকার করেন।
বর্তমানে জুকো উপত্যকার দুর্গম এলাকায় শুষ্ক আবহাওয়া ও জোর বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। খাড়া ঢালের কারণে সেখানে কোনো সড়ক নেই, ফলে দমকল ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর গাড়ি পৌঁছাতে পারছে না।
নাগাল্যান্ড রাজ্য সরকার জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় ভারতের বিমান বাহিনীর একটি হেলিকপ্টার নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করা হবে। হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে দাবানল নিয়ন্ত্রণে আনা হবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা, ট্র্যাকার ও পর্যটকদের ওই এলাকায় থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


