গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে নতুন করে ৭ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে ১৩৯টি নমুনা পরীক্ষা করে আক্রান্তদের শনাক্ত করা হয়। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮০৭ জনে। অপরদিকে, মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৫০২ জনেই অপরিবর্তিত রয়েছে।
এদিন করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫ জন। সবমিলিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৪০১ জনে পৌঁছেছে।
এর আগের দিন, শুক্রবার (১৩ জুন) ১৭৪টি নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। সেদিন দুইজনের মৃত্যুর তথ্যও জানানো হয়েছিল।
উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার বিভিন্ন সময়ে লকডাউনসহ নানা ধরনের স্বাস্থ্যবিধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে।