রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজের গার্লস ক্যাম্পাসে রোটারি ক্লাব অব বনানীর উদ্যোগে নানা প্রজাতির ৫০টি গাছ রোপণ করা হয়।
কর্মসূচিতে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা দলবদ্ধভাবে অংশ নেয়। প্রতিটি দলকে পাঁচটি করে গাছের যত্ন নেওয়ার দায়িত্ব দেওয়া হয়। শিক্ষার্থীরা আম, জাম, নিম, বাদাম ও কৃষ্ণচূড়াসহ বিভিন্ন গাছের চারা রোপণ করে দারুণ উৎসাহ প্রকাশ করে এবং ভবিষ্যতে এগুলোর যত্ন নেওয়ার অঙ্গীকার করে।
অনুষ্ঠানে মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বর্তমান উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) নুরন্ননবী, ভাইস প্রিন্সিপাল (একাডেমিক) ইফতেখার হোসেন, শিক্ষকবৃন্দ, রোটারি ক্লাব অব বনানীর সভাপতি, সম্পাদক এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল (অব.) নুরন্ননবী শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য রোটারি ক্লাব অব বনানীকে ধন্যবাদ জানান। এ সময় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ভবিষ্যতে শিক্ষার্থীদের মানসিক ট্রমা দূর করতে রোটারি ক্লাব অব বনানী এক বছরের জন্য মানসিক স্বাস্থ্যসেবা, আর্ট, স্পোর্টস ও সাংস্কৃতিক ক্যাম্প আয়োজনের প্রস্তাব দিয়েছে। ভাইস প্রিন্সিপাল ইফতেখার হোসেন বলেন, এই ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এটি শিক্ষার্থীদের মধ্যে থাকা ভয় ও মানসিক অবসাদ কাটাতে সহায়ক হবে। তিনি কলেজের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।


