পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পশু মজুদ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, কোরবানির জন্য পার্শ্ববর্তী দেশের গরুর প্রয়োজন নেই। সীমান্তপথে যেন অবৈধভাবে বিদেশি গরু দেশে ঢুকতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারিতে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে স্থাপিত পশুরহাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, সারাদেশের হাটগুলোতে প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণে আছেন। গরুকে ক্ষতিকর উপায়ে মোটাতাজা করতে নিরুৎসাহিত করা হচ্ছে। রাজধানীর পশুর হাটগুলোর সার্বিক ব্যবস্থাপনা প্রসংশাযোগ্য বলেও মন্তব্য করেন উপদেষ্টা।
এর আগে সকালে খামারবাড়ির কেআইবি মিলনায়তনে ‘ভেটেরিনারি মেডিকেল টিম কর্তৃক চিকিৎসা ও মনিটরিং বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কোরবানি শুধু পশু জবাই নয়, বরং এর পেছনে রয়েছে হযরত ইব্রাহিম (আঃ)-এর ত্যাগের মহিমা। সে চেতনা যেন আমরা না ভুলি।”
আলোচনা সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ডা. মো. জসিম উদ্দিন, ডা. মো. বয়জার রহমান, ডা. এ.বি.এম. খালেদুজ্জামান, মো. শাহজামান খানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ইন্টার্ন, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই সময় উপদেষ্টা পশুর হাটে স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে বলেন, জনস্বার্থে ভেটেরিনারি টিমের কার্যক্রম আরও জোরদার করতে হবে।