ঢাকাশনিবার , ৩১ মে ২০২৫

তামাক সেবনে ক্যানসারের ৭০ ধরনের ঝুঁকি: বিশ্ব তামাকমুক্ত দিবসে সচেতনতার আহ্বান

পাবলিকহেলথ ডেস্ক
মে ৩১, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ । ১২৭ জন

আজ ৩১ মে, বিশ্ব তামাকমুক্ত দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। এবারের প্রতিপাদ্য— “তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি।” প্রতিপাদ্যটি ধারণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও বিভিন্ন সংগঠন সচেতনতা বৃদ্ধির কর্মসূচি চালাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ৩৭ মিলিয়ন (৩ কোটি ৭০ লাখ) ১৩-১৫ বছর বয়সী কিশোর-কিশোরী নিয়মিত তামাক ব্যবহার করে। তাদের আকৃষ্ট করতে তামাক কোম্পানিগুলো নানা কৌশল গ্রহণ করছে— সুগন্ধিযুক্ত তামাকপণ্যের বাজারজাতকরণ, শিক্ষাপ্রতিষ্ঠান ঘেঁষে বিক্রয়, সেলিব্রেটিদের দিয়ে প্রচারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি, ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে পৃষ্ঠপোষকতা এবং আইন ও কর ব্যবস্থার বিরোধিতা এর মধ্যে অন্যতম।

তামাকে আসক্তি ও ক্যানসারের ঝুঁকি
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (CDC)-এর গবেষণা বলছে, যারা ২১ বছরের আগেই তামাকে আসক্ত হয়, তাদের মধ্যে প্রবল নিকোটিন নির্ভরতা তৈরি হয়, যা আমৃত্যু বহাল থাকে। বিশেষজ্ঞদের মতে, তামাকে রয়েছে ৭০টি ক্যানসার সৃষ্টিকারী উপাদান ও প্রায় ৭০০০টি বিষাক্ত রাসায়নিক, যা ধূমপানকারীর পাশাপাশি আশপাশের মানুষেরও মারাত্মক ক্ষতি করে।

স্বাস্থ্য ও পরিবেশে তামাকের নেতিবাচক প্রভাব
বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত কারণে মারা যান প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ। শুধু চিকিৎসা ব্যয় ও কর্মক্ষমতা হ্রাসজনিত আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩০,৫৬০ কোটি টাকা। তামাকের নেতিবাচক প্রভাব কেবল স্বাস্থ্যেই সীমাবদ্ধ নয়, এটি পরিবেশ ও কৃষিক্ষেত্রেও ভয়াবহ প্রভাব ফেলছে। টোব্যাকো অ্যাটলাসের তথ্য অনুযায়ী, বাংলাদেশের বন উজাড়ের প্রায় ৩১ শতাংশই ঘটছে তামাক চাষের কারণে। বিশেষ করে কক্সবাজার ও বান্দরবানে তামাকপাতা শুকাতে বছরে ব্যবহৃত হচ্ছে ৮৫ হাজার মেট্রিক টন জ্বালানি কাঠ।

বিশ্বে ১২৫টির বেশি দেশে প্রায় ৪ মিলিয়ন হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে, যার বেশিরভাগই নিম্ন ও মধ্যম আয়ের দেশ। এই জমিগুলোতে যদি খাদ্য ফসল উৎপাদন হতো, তবে লাখো মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যেত।

বাংলাদেশের বাস্তবতা
বাংলাদেশে আবাদযোগ্য জমির পরিমাণ মাত্র ৩.৭৬ কোটি একর, কিন্তু তামাক চাষে ব্যবহৃত জমির পরিমাণের ভিত্তিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে ১৩তম। বাংলাদেশের মোট তামাক উৎপাদন বিশ্বের ১.৩ শতাংশ।

তামাক একটি প্রাণঘাতী অভ্যাস। এটি শুধু ক্যানসার নয়, হৃদরোগ, ফুসফুসের রোগ, উচ্চ রক্তচাপসহ বহু জটিল ও প্রাণঘাতী রোগের কারণ। তামাকের ব্যবহার সীমিত করা না গেলে জনস্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের ওপর আরও ভয়াবহ প্রভাব পড়বে।

তামাক কোম্পানির কূটকৌশল চিহ্নিত করে এদের প্রতিহত করতে হবে। সরকারের পাশাপাশি জনসাধারণ, গণমাধ্যম ও স্বাস্থ্য সংস্থাগুলোকেও সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তবেই গড়ে উঠবে তামাক ও নিকোটিনমুক্ত একটি সুস্থ বাংলাদেশ।