তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সরকার কোনোভাবেই তামাক কোম্পানির সঙ্গে আলোচনা করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার (৩১ জুলাই) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
ড. মোশাররফ বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি (ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল) এর আর্টিকেল ৫.৩ অনুযায়ী, তামাক কোম্পানির প্রভাবমুক্ত নীতিমালা ও আইন প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে সরকারের রয়েছে আন্তর্জাতিক অঙ্গীকার ও দায়বদ্ধতা।”
তিনি আরও বলেন, বিএনপি সরকারের সময়ে দেশে তামাক চাষ কমে এসেছিল এবং গড়ে উঠেছিল তামাকবিরোধী সামাজিক আন্দোলন। কিন্তু পরবর্তী সময়ে তামাক চাষ আবারও বাড়তে থাকে।
তামাকজাত পণ্যে রাজস্ব আয়ের বিষয়কে গুরুত্ব না দিয়ে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে আইন বাস্তবায়নের আহ্বান জানান এই বিএনপি নেতা।
সেমিনারে জনস্বাস্থ্যবিদ, নীতি নির্ধারক ও তামাক নিয়ন্ত্রণকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা তামাক কোম্পানির প্রভাবমুক্ত থেকে শক্তিশালী আইন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।


