ঢাকাশনিবার , ২ ডিসেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২, ২০২৩ ১০:০৮ পূর্বাহ্ণ । ২১১ জন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কুমিল্লার রামগঞ্জের কাছাকাছি ঢাকা থেকে ৮৬ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

ভূমিকম্পের সময় রাজধানীতে অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। এতে কেউ হতাহত হওয়া বা কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

এর আগে গত ৯ সেপ্টেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছিল। তখন রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪।