ঢাকাসোমবার , ৬ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

জলবায়ু সম্মেলন কপ২৮ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৬, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ । ২৭৩ জন

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ জ্বালানি আসবে সৌর্যসহ নবায়ণযোগ্য জ্বালানি থেকে আনার পরিকল্পনা নিয়েছে। আসন্ন জলবায়ু সম্মেলন কপ২৮ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ।

আজ সোমবার ৬ নভেম্বর ২০২৩ দুপুর ১.০০ টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্টস ফোরামে তিনি এ মন্তব্য করেন।

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সাংবাদিকদের আরও ঘনিষ্ঠভাবে কাজ করার তাগিদ দেন ড.হাছান মাহমুদ।

তিনি আরও বলেন, যুদ্ধের জন্য বড় দেশগুলোর টাকা থাকে, যুদ্ধের জন্য বরাদ্দ বাড়ে কিন্তু মানুষকে বাঁচানোর জন্য টাকা থাকে না। যা অত্যন্ত পীড়াদায়ক।