ঢাকাবৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫
  • অন্যান্য

১২ অক্টোবর থেকে ৫ কোটি শিশুকে টাইফয়েড টিকা দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৯, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ । ১০২ জন

আগামী রোববার (১২ অক্টোবর) থেকে সারাদেশে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। এক মাসব্যাপী এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৫ কোটি শিশু-কিশোরকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “টাইফয়েড টিকা গ্রহণ করলে এই জ্বরে আক্রান্তের হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।”

এদিকে, ডিএনসিসির আওতাধীন ১০টি অঞ্চলে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকা কার্যক্রম চলবে। লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১২ লাখ শিশুকে টিকা দেওয়ার। এর মধ্যে ২ হাজার ১৮১ শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ লাখ ৬০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী ও কমিউনিটির ৫ লাখ ৩৩ হাজার ২৭৯ জন শিশুকে টিকা দেওয়া হবে।

টিকা নিতে জন্মনিবন্ধন বাধ্যতামূলক হলেও যাদের জন্মনিবন্ধন নেই, তারাও সরাসরি নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। সেখানে ডিএনসিসির সংশ্লিষ্টরা তথ্য নিয়ে টিকা কার্ড তৈরি করে দেবেন।

জন্মনিবন্ধন থাকলে টিকা সার্টিফিকেট হবে হলুদ রঙের, আর জন্মনিবন্ধন ছাড়া টিকা নিলে সার্টিফিকেট হবে সবুজ রঙের।

শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন, স্থায়ী ইপিআই কেন্দ্রে ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১৮ দিন, এবং আউটরিচ কেন্দ্রে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকা দেওয়া হবে। শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত টিকা কার্যক্রম চলবে।