ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  • অন্যান্য

ডিমের দাম বেড়েছে রংপুরে, অপরিবর্তিত সবজির বাজার

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৫ ২:২২ অপরাহ্ণ । ১০৭ জন

সপ্তাহের ব্যবধানে রংপুরে বেড়েছে পোলট্রি মুরগির ডিমের দাম। তবে সবজি, চাল, ডাল, তেল ও মাছ-মাংসের বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। মঙ্গলবার (১৪ অক্টোবর) নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে পোলট্রি ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৬–৪৮ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৪৪–৪৬ টাকা। পাইকারিতে একশ ডিমের দাম ১০৫০ থেকে ১১০০ টাকা।

কাঁচামরিচের দামও বেড়েছে। গতকাল কেজি প্রতি ১২০ টাকায় বিক্রি হলেও আজ দাম উঠেছে ১৪০–১৬০ টাকায়। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০–৭৫ টাকায়।

সবজির বাজারে তেমন হেরফের হয়নি। টমেটো ও গাজর ১৪০–১৬০ টাকা, ঝিংগা ৭০–৮০ টাকা, ফুলকপি ১২০–১৩০ টাকা, বেগুন ৫০–১০০ টাকা, ঢ্যাঁড়স ৬০–৭০ টাকা, শিম ১৮০–২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ধনেপাতা কিছুটা কমে এসেছে ১৮০–২০০ টাকায়।

দেশি আদা ১৪০–১৬০ টাকা, আমদানি করা আদা ১৮০–২০০ টাকা, দেশি রসুন ১০০–১২০ টাকা, আমদানি করা রসুন ১৮০–২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০–১৮০ টাকায়, সোনালি মুরগি ২৯০–৩০০ টাকা, দেশি মুরগি ৪৮০–৫০০ টাকা কেজি দরে। গরুর মাংস ৭২০–৭৫০ টাকা ও ছাগলের মাংস ১০০০–১২০০ টাকা দরে অপরিবর্তিত রয়েছে।

তেল, ডাল ও আটার বাজারেও তেমন পরিবর্তন হয়নি। বোতলজাত সয়াবিন তেল ১৮৫–১৯০ টাকা, মসুর ডাল ১৫০–১৬০ টাকা, আটা ৪৫–৫০ টাকা এবং ময়দা ৬৫–৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চালের বাজার স্থিতিশীল। স্বর্ণা ৪৮–৫০ টাকা, বিআর২৮ ৭০–৭৫ টাকা, মিনিকেট ৮৫–৯০ টাকা এবং নাজিরশাইল ৯০–৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। রুই ৩০০–৩৮০ টাকা, টেংরা ৪০০–৫৬০ টাকা, মৃগেল ২২০–২৫০ টাকা, কাতল ৩০০–৫০০ টাকা এবং গছিমাছ ৮০০–১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজির সরবরাহ ধীরে ধীরে বাড়ছে। সরবরাহ বাড়লে দাম কিছুটা কমে আসতে পারে।