ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

খালেদা জিয়ার জানাজায় বিকল্প রুট ব্যবহারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩০, ২০২৫ ১০:০২ অপরাহ্ণ । ৩৯ জন

আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) মানিক মিয়া এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার কারণে অতিরিক্ত জনসমাগম হবে এবং ট্রাফিক ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই গুলশান ট্রাফিক বিভাগ যান চলাচল স্বাভাবিক রাখার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে।

নির্দেশনার মধ্যে রয়েছে:

৩০০ ফিট এক্সপ্রেসওয়ে: নারায়ণগঞ্জ থেকে কুড়িলগামী রুটে নীলা মার্কেট সংলগ্ন চত্তরে ডাইভারশন থাকবে। বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।

উত্তরা খিলক্ষেত ফ্লাইওভার: কুড়িলগামী যানবাহনের জন্য বন্ধ থাকবে। বিকল্প সড়ক ব্যবহার করতে হবে।

বনানী সড়কসমূহ: বনানী চেয়ারম্যান বাড়ি, কাকলী ও বনানী ১১ নং সড়ক থেকে বামে টার্ন বন্ধ থাকবে। বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

গুলশান ১: গুলশান ২ এর দিকে যাওয়া রুটে ডাইভারশন থাকবে। বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে।

বনানী-সৈনিক ক্লাব এলিভেটেড এক্সপ্রেসওয়ে র‍্যাম্প: বন্ধ থাকবে। সকলকে বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে।

ট্রাফিক বিভাগ জনসাধারণকে পর্যাপ্ত সময় নিয়ে রওনা হওয়ার জন্যও বিশেষভাবে অনুরোধ করেছে।