ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
  • অন্যান্য

কর্ণফুলী টানেলে বরযাত্রীবাহী বাস উল্টে আহত ফয়সালের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ । ১৩৬ জন

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে বরযাত্রীবাহী বাস উল্টে আহত মো. ফয়সাল (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (৫ অক্টোবর) ভোর ৪টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

ফয়সাল চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার নিজাম মার্কেট এলাকার হোসেন আহমেদের ছেলে। তার স্ত্রী রাণী আক্তার (৩১) ও দুই সন্তান রয়েছে। দুর্ঘটনায় তার স্ত্রীসহ আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে বরযাত্রীবাহী বাসটি কর্ণফুলী টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা দিকে যাওয়ার সময় অতিরিক্ত গতির কারণে উল্টে যায়।

নিহতের ছোট ভাই সালাহ উদ্দিন জানান, “বাসচালক অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। টানেলের মাঝপথে বাসটি উল্টে গেলে ৩০ যাত্রীর মধ্যে ১২ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে আমার ভাই ফয়সাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।”

তিনি আরও জানান, চালকের বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ, আর এখনো কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, “দুর্ঘটনায় আহত ছয়জনকে প্রথমে আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তাদের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে জানতে পেরেছি, আহতদের মধ্যে ফয়সাল নামে একজন মারা গেছেন।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, টানেলের ভেতরে গতিসীমা না মানায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে, কিন্তু কার্যকর নজরদারি নেই। তারা দ্রুত কর্ণফুলী টানেলে ট্রাফিক মনিটরিং ও গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।