ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  • অন্যান্য

আশ্বিনের শেষে তেঁতুলিয়ায় শীতের হালকা ছোঁয়া

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১১, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ । ৭৬ জন

আশ্বিন মাসের শেষ প্রান্তে এসে শীতের হালকা ছোঁয়া টের পাওয়া যাচ্ছে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। কয়েক দিন ধরেই জেলার বিভিন্ন এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশা পড়ছে, তবে শনিবার সকালে আবহাওয়ায় দেখা মেলে কিছুটা ভিন্নতার। সকালজুড়ে কুয়াশার সঙ্গে ছিল মৃদু ঠান্ডা হাওয়া, যা স্থানীয়দের কাছে শীতের আগমনী বার্তা হিসেবে ধরা দিয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে ঘুম ভাঙতেই জানালার ওপার থেকে চোখে পড়ে ধোঁয়াটে কুয়াশার চাদর। অনেকেই কুয়াশাময় এই সকাল উপভোগ করতে বাইরে বের হন- কেউ হাঁটতে, কেউ আবার চায়ের দোকানে বসে গরম চায়ের কাপে চুমুক দিয়ে গল্পে মেতে ওঠেন।

এদিকে, শীতের পূর্বাভাস টের পেয়ে জেলার মানুষজন এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন। বিশেষ করে বয়স্ক ও শিশুরা ঠান্ডা থেকে সুরক্ষার জন্য হালকা গরম কাপড় ব্যবহার শুরু করেছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, “গত কয়েক দিন ধরে আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে, যা মৌসুমী পরিবর্তনের ইঙ্গিত। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এখন থেকে তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে নামবে।”

শরতের শেষ প্রান্তে এই আবহাওয়া পরিবর্তন জানিয়ে দিচ্ছে- দেশের সর্বউত্তরের জেলা তেঁতুলিয়ায় দরজায় কড়া নাড়ছে শীত।