ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

অভিবাসী পাচার মামলায় আটক ৭ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ । ৮৭ জন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের তামান মালুরি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অভিবাসী পাচার চক্রের একটি ‘সেফ হাউস’ গুঁড়িয়ে দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, মঙ্গলবার (২০ জানুয়ারি) একটি সার্ভিস অ্যাপার্টমেন্টে অভিযানটি পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বয়স ২৭ থেকে ৪৪ বছরের মধ্যে, যাদের অবৈধভাবে পাচার হওয়া অভিবাসী বলে ধারণা করা হচ্ছে।

অভিবাসন বিভাগ জানিয়েছে, আটক সাতজনের মধ্যে পাঁচজন পাচার হওয়া অভিবাসী এবং বাকি দুইজন ওই সেফ হাউস পরিচালনা ও অভিবাসীদের পরিবহনের দায়িত্বে ছিলেন। অভিযানে অভিবাসীদের আনা-নেয়ার কাজে ব্যবহৃত একটি পেরোডুয়া মাইভি গাড়িও জব্দ করা হয়েছে।

তদন্তে দেখা গেছে, উদ্ধার হওয়া অভিবাসীদের পাসপোর্টে মালয়েশিয়ায় প্রবেশের কোনো বৈধ সিল বা অনুমোদন ছিল না। প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, চক্রটি ‘ইকবাল সিন্ডিকেট’-এর সঙ্গে জড়িত, যা সম্প্রতি কেলান্তান রাজ্যে অভিবাসন বিভাগের অভিযানে শনাক্ত হয়। এই সিন্ডিকেট থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের অবৈধ পথ, যা স্থানীয়ভাবে ‘জালান তিকুস’ নামে পরিচিত, ব্যবহার করে অভিবাসীদের মালয়েশিয়ায় প্রবেশ করাত।

তামান মালুরির ওই ফ্ল্যাটটি কেলান্তান থেকে আনা অভিবাসীদের পরবর্তী গন্তব্যে পাঠানোর আগে সাময়িক আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। বর্তমানে আটক ব্যক্তিদের অভিবাসন বিভাগের সদর দফতরে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০০৭ সালের মানবপাচার ও অভিবাসী পাচার বিরোধী আইন এবং ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের আওতায় তদন্ত চলছে।

এ বিষয়ে অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান বলেন, মানবপাচার ও অভিবাসী পাচারের বিরুদ্ধে মালয়েশিয়া সরকার আপসহীন। কোনো ব্যক্তি, সিন্ডিকেট বা প্রতিষ্ঠান অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সহায়তা দিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।