ঢাকাসোমবার , ২০ মে ২০২৪
  • অন্যান্য

দূষিত বাতাসের তালিকায় বিশ্বে ঢাকার স্থান ষষ্ঠ

নিজস্ব প্রতিবেদক
মে ২০, ২০২৪ ১১:০৯ পূর্বাহ্ণ । ৪৭ জন

ঢাকার বাতাসের মান আজও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২০ মে) সকাল ৯টায় একিউআই স্কোর ১৬৫ নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ঢাকা।

ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর ও ইন্দোনেশিয়ার জাকার্তা যথাক্রমে ৩৮১, ১৮৮ ও ১৭৫ একিউআই স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে।

দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ হলে বাতাসের মান ‘মাঝারি’ বলে বিবেচিত হয়, ১০১ থেকে ১৫০ এর মধ্যে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়, ১৫০ থেকে ২০০ এর মধ্যে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এছাড়া ৩০১+ হলে তাকে ‘বিপজ্জনক’ বলে মনে করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই সূচক নির্ভর করে দূষণের পাঁচটি উপাদানের ওপর: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নতি হয়।

 

Facebook Comments Box