ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য বিশেষ মেট্রো সেবা

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩০, ২০২৫ ৯:৫৫ অপরাহ্ণ । ৩০ জন

আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোকের কারণে দেশে শোক অনুষ্ঠান ঘোষণা করা হলেও ঢাকা মেট্রোরেল নিয়মিত সময়সূচি অনুযায়ী চলবে। এছাড়া বিশেষ ট্রেন সংখ্যা বৃদ্ধি করে যাত্রীসেবা আরও নিশ্চিত করা হবে।

বেগম খালেদা জিয়ার জানাজা/কফিনে শ্রদ্ধা নিবেদন করতে আগত ব্যক্তিবর্গ ফার্মগেট স্টেশন অথবা বিজয় সরণি স্টেশন ব্যবহার করতে পারবেন। উভয় স্টেশন থেকেই মানিক মিয়া এভিনিউ (খেজুর বাগান/খামারবাড়ি মোড়ের পশ্চিম পাশ) হাঁটা দূরত্বে অবস্থিত।

মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে – “আপনার সামান্য সচেতনতা মেট্রোরেলকে আরও পরিচ্ছন্ন রাখবে। অনুগ্রহপূর্বক সুনাগরিকের ভূমিকায় সহযোগিতা করুন।”