ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ গেজেট আকারে পাশ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩০, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ । ৪৮ জন

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। রাষ্ট্রপতির অনুমোদনের পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ২০২৫” গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত এ অধ্যাদেশে বলা হয়েছে, ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধনের লক্ষ্যে এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। রাষ্ট্রপতি সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ অধ্যাদেশ জারি করেন।

গেজেট অনুযায়ী, জাতীয় সংসদ অধিবেশন না থাকায় এবং জনস্বার্থে তাৎক্ষণিকভাবে আইন প্রণয়ন করা প্রয়োজন হওয়ায় রাষ্ট্রপতির কাছে অধ্যাদেশ জারির প্রস্তাব উত্থাপন করা হয়। এর প্রেক্ষিতে রাষ্ট্রপতি অধ্যাদেশটি অনুমোদন ও জারি করেন।

অধ্যাদেশে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধনী আনার কথা বলা হয়েছে। একইসঙ্গে Bidi Manufacture (Prohibition) Ordinance, 1975 এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনের আলোকে তামাক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

গেজেটে আরও উল্লেখ করা হয়েছে, এই অধ্যাদেশের সংক্ষিপ্ত শিরোনাম হবে “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই অধ্যাদেশ তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং তামাকজনিত রোগ ও মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।