ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

মাদারীপুরে বাস দুর্ঘটনায় ২০ যাত্রী আহত

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩০, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ । ১৯ জন

মাদারীপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ, আহত যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ‘যমুনা লাইন পরিবহন’-এর একটি বাস ছেড়ে আসে। পথে বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘সাকুরা পরিবহন’-এর একটি বাসকে জায়গা (সাইড) দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশে থাকা একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। যমুনা লাইন পরিবহনের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সড়কের পাশে গাছ থাকায় বাসটি খাদে পড়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে, নয়তো প্রাণহানির মতো বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।’