নাটোরের বড়াইগ্রামে ঘন কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে কাভার্ডভ্যানের সজোরে ধাক্কায় চালকসহ দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাভার্ডভ্যান চালক সোহাগ হোসেন এবং টাঙ্গাইল জেলার বাসিন্দা বিপ্লব হোসেন। বিপ্লব হোসেন তাকওয়া ফুড নামে একটি প্রতিষ্ঠানের এসআর (সেলস রিপ্রেজেন্টেটিভ) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মালামাল নিয়ে তাকওয়া ফুডের একটি কাভার্ডভ্যান নিয়ে চালক সোহাগ হোসেন রংপুরের উদ্দেশে রওনা দেন। ভোরের দিকে ঘন কুয়াশার মধ্যে নাটোরের বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় পৌঁছালে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে কাভার্ডভ্যানটি সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার ফলে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক সোহাগ হোসেন ও এসআর বিপ্লব হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি থানায় নিয়ে যায়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে চালকসহ দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
ঘন কুয়াশার কারণে মহাসড়কে দৃশ্যমানতা কম থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।


