ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

শিল্পখাতে গতি আনতে সৌদি আরবে প্রবাসী কর্মীদের ইকামা ফি বাতিল

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৮, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ । ২১ জন

শিল্পখাতকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করতে সৌদি আরবের লাইসেন্সপ্রাপ্ত সব ধরনের শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের ইকামা বা ওয়ার্ক পারমিট ফি বাতিলের অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। এই সিদ্ধান্তকে সৌদি আরবের শিল্প উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়, বুধবার অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক কাউন্সিলের (সিইডিএ) সুপারিশের ভিত্তিতে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের এক অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বন্দর আলখোরাইফ বলেন, শিল্পখাতে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত আর্থিক লেভি প্রত্যাহারের এই সিদ্ধান্ত রাজ্যের টেকসই শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে শিল্প প্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যয় কমবে এবং উৎপাদন কার্যক্রম আরও গতিশীল হবে।

তিনি জানান, এই সিদ্ধান্ত সৌদি যুবরাজের ‘ভিশন ২০৩০’-এর আওতায় শিল্পখাতে সরকারের ধারাবাহিক সহায়তার অংশ। এর ফলে সৌদি শিল্পের বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে এবং বিভিন্ন আন্তর্জাতিক বাজারে তেল-বহির্ভূত পণ্যের রপ্তানি ও সরবরাহ আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে দেশটিতে নতুন ও মানসম্পন্ন বিনিয়োগ আকর্ষণের সুযোগ তৈরি হবে।

মন্ত্রী আরও বলেন, নতুন সিদ্ধান্ত শিল্প প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন সম্প্রসারণে সহায়তা করবে এবং আধুনিক প্রযুক্তি গ্রহণের গতি বাড়াবে। অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত উৎপাদন প্রযুক্তির মতো আধুনিক ব্যবসায়িক মডেল বাস্তবায়নে শিল্পগুলো আরও উৎসাহিত হবে।

সৌদি গেজেটকে দেওয়া সাক্ষাৎকারে বন্দর আলখোরাইফ জানান, গত পাঁচ বছরে সৌদি আরবের শিল্পখাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০১৯ সালে দেশটিতে লাইসেন্সপ্রাপ্ত কারখানার সংখ্যা ছিল ৮ হাজার ৮৪২টি, যা ২০২৪ সালে বেড়ে ১২ হাজারেরও বেশি হয়েছে।

কারখানার সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মসংস্থানও ব্যাপকভাবে বেড়েছে। ২০১৯ সালে সৌদি আরবে কারখানা শ্রমিকের সংখ্যা ছিল ৪ লাখ ৮৮ হাজার, যা ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৪৪ হাজারে। অর্থাৎ পাঁচ বছরে শিল্পখাতে শ্রমিকের সংখ্যা প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের মতে, প্রবাসী কর্মীদের ইকামা ফি বাতিলের এই সিদ্ধান্ত সৌদি শিল্পখাতে উৎপাদন, কর্মসংস্থান এবং বিনিয়োগ বৃদ্ধিতে নতুন গতি আনবে।

সূত্র: জিও নিউজ