রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিকেলের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক আহত হয়েছেন।
রোববার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মো. শাহিন (৩৫) পেশায় বাবুর্চি ছিলেন। আহত চালক মো. ফিরোজ (৪৫) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর আহত শাহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসক রাত ২টা ৫০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের দুলাভাই ইলিয়াস জানিয়েছেন, শাহিন বাবুর্চির কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। শাহিন হবিগঞ্জের লাখাই থানার বাদিখিরা গ্রামের শামসুল হকের ছেলে এবং যাত্রাবাড়ীর সানারপাড় এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।


