ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

তেজগাঁও রেলস্টেশনে পরিত্যক্ত ট্রেনে অগ্নিকাণ্ড, দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৩, ২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ণ । ৫১ জন

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন জানান, রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের কাছে আউট লাইনে থেমে থাকা একটি কোচে কে বা কারা আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি খালি বগির ভেতরে আগুন জ্বলছে। আগুনে বগির ভেতরের আসনের কিছু অংশ পুড়ে গেছে।

রেল পুলিশের প্রধান ব্যারিস্টার জিল্লুর রহমান গণমাধ্যমকে বলেন, “তেজগাঁও রেলস্টেশনের চার নম্বর লাইনের পরিত্যক্ত একটি ট্রেনে আগুন দেওয়া হয়। এতে দুটি সিট পুড়ে যায়। তবে কোনো হতাহত নেই।”

তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয়রা সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।